৭৮ বলে ১৪৩ করে শান্তর বিশ্ব রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

৭৮ বলে ১৪৩ করে শান্তর বিশ্ব রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

৭৮ বলে ১৪৩ করে শান্তর বিশ্ব রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে গতকাল শনিবার ৭৮ বলে ১৪৩ রানের ইনিংস খেলেন সূর্যবংশী। ইনিংসটি খেলার পথে ৫২ বলে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। যুব ওয়ানডের ইতিহাসে যা দ্রুততম শতক।

১৪ বছর ১০০ দিন বয়সে ইনিংসটি খেলেন তিনি। যুব ওয়ানডে ইতিহাসে এত কম বয়সে শতরান নেই আর কারও। পেছনে পড়ে যায় বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর ১৪ বছর ২৪১ দিন বয়সে করা সেঞ্চুরি।

ইনিংসটিতে ১৩ চারের সঙ্গে ১০টি ছক্কা মারেন সূর্যবংশী। যুব ওয়ানডেতে যা ভারতের হয়ে রেকর্ড। এখানে পেরিয়ে যান তিনি নিজেকেই। আগের ম্যাচেই ৩১ বলে ৮৬ রানের ইনিংসের পথে ছক্কা মেরেছিলেন ৯টি।

এমন রেকর্ড গড়া ইনিংসের পর তিনি বলেন, ‘শতক করার পর আমার জানা ছিল না যে রেকর্ড গড়েছি। আমাদের ম্যানেজার আঙ্কিত স্যার পরে আমাকে বলেছেন যে আজকে আমি রেকর্ড গড়েছি। উদযাপনের তেমন কিছু নেই। প্রতি ম্যাচ যেরকম স্বাভাবিক থাকে, সেরকমই। আজকে স্রেফ একটু খুশি যে দলের জন্য ভালো কিছু করতে পেরেছি। বাড়িতে কথা বলব, বন্ধুদের সঙ্গে কথা বলব।’

Explore More Districts