৬ জন হাফেজ ছাত্রদের পাগরী ও সনদ প্রদান

৬ জন হাফেজ ছাত্রদের পাগরী ও সনদ প্রদান

শীর্ষ করদাতা হাজী কাউছ মিয়া প্রতিষ্ঠিত মরহুমা হাজী ফাতেমা খাতুন ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসা ছয় জন হাফেজ ছাত্রদের পাগরী ও সনদ প্রদান উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ শুক্রবার শহরের মোগাদী ঘাট এলাকায় মাদ্রাসার পাশে মসজিদে বাদ এশার পর ৬ জন হাফেজকে পাগরী ও সনদ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান মুফতি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম বলেন, আজকে যারা কোরান হাফেজ হয়েছেন তারা পাগরী পরবেন তারা তো ঐ দুনিয়াতে নুরের টুপি মাথায় দিয়ে উঠাবে কাল হাসরে। আসন আমার সকলে যেন সন্তান কে কোরানে হাফেজ বানাতে পারি আল্লাহ যেন ছেলে সন্তানকে মাদ্রাসায় পড়ার তৌফিক দান করুক আমিন। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার দায়িত্ব প্রাপ্ত হাফেজ মওলানা মোঃ ইব্রাহিম খলিল। এ সময় তিনি বলেন, আলহাজ্ব কাউছমিয়ার মায়ের নামে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেছেন এই মাদ্রাসায় রয়েছে ৪৫ জন ছাত্র-ছাত্রী । ছয় জন ছাত্র কোরআনে হাফেজ হয়েছে। এটা আমাদের গর্ব কাউছ সাবের নির্দেশে সযত্নে মাদ্রাসা পরিচালিত হচ্ছে। আপনার সন্তানকেও দিতে পারেন কুরআনে শিক্ষা আপনি তো বলতে পারবেন আমার সন্তান কোরানে হাফেজ হয়েছে দিনের পথে কাজ করবে।

অনুষ্ঠানে বয়ান রাখেন অত্র মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ হোসাইন,কাজী মুহিবুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন কাউছমিয়ার প্রতিনিধি মোহাম্মদ রুহুল আমিন সিকদার, মোহাম্মদ নাসির উদ্দিন খান।
যারা কোরান হাফেজ হয়ে পাগরী ও সনদ গ্রহন করছেন তারা হলেন হাফেজ মোঃ খায়রুল ইসলাম, হাফেজ মোঃ ফাহমিদ, হাফেজ মোঃ রাকিবুল ইসলাম, হাফেজ মোঃ নাইম শেখ ,হাফেজ মোঃ হাফেজ মোঃ নাইম মিয়া, হাফেজ মোঃ নাফিজ গাজী,। সব শেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা সিরাজুল ইসলাম।

স্টাফ রিপোর্টার, ১ মার্চ ২০২৪

Explore More Districts