চাঁদপুরে কোষ্টগার্ডের পৃথক অভিযানে জব্দকৃত ৬০ কেজি গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা।
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শহরের ইচলি এলাকায় কোস্টগার্ড স্টেশনে প্রেসব্রিফিংয়ে এসব তথ্যের বিষয়টি নিশ্চিত করেন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিএম তানজীমুল ইসলাম।
তিনি আরো জানান, চলতি বছরের ৩০ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে পাঁচটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চারজন আসামিকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানা ৩টি মামলা দায়ের করে হস্তান্তর করা হয়। এবং নমুনা হিসেবে ৬৫০ গ্রাম গাঁজা থানায় জমা দেওয়া হয়।
এসময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবীবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া/ ১৬ সেপ্টেম্বর ২০২৫