৬ষ্ঠ বছরে পা দিলো নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন
৬ষ্ঠ বছরে পা দিলো নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন
বছর ভরে করোনার ধাক্কা সামলিয়ে ৬ষ্ঠ বছরে পদার্পন করলো নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন।
এবিষয়ে সাভার প্রতিনিধি নাজমুল হুদা বলেন,
আধুনিক সাংবাদিকতার আইকন, সাংবাদিক জগতের অন্যতম দিকপাল আমার শ্রদ্ধেয় অভিভাবক নঈম নিজাম স্যারের কারনেই প্রিয় স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে পাঁচ বছরের বেশি সময় ধরে কাজ করার সুযোগ হয়েছে আমার। স্যারের কাছে আমি কৃতজ্ঞ। স্যারের হাত ধরেই আমার চাকরি আমার পরিচিতি।
২৮ জুলাই প্রিয় চ্যানেল নিউজ টোয়েন্টিফোর ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করছে।করোনার ভয়াবহতা এবং চলমান লকডাউনের কারনে ৫ম বর্ষে পদার্পণের মত ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উৎসবও নেই চট্টগ্রাম সেন্টারে । তবে সবার সহযোগিতা পেয়েই এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি,যেতে হবে আরো বহুদূর।সবাইকে শুভেচ্ছা।