৫ বছর পর ‘বাউলা বাতাসে’ নিয়ে ফিরেছেন রেজা

৫ বছর পর ‘বাউলা বাতাসে’ নিয়ে ফিরেছেন রেজা

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রেম-বিরহের নিরন্তর অনুভূতিকে উপজীব্য করে রচিত হয়েছে গান ‘বাউলা বাতাসে’। গানটির কথা লেখার পাশাপাশি তাতে সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী নিজেই। গানটির সংগীতায়োজনে ছিলেন নাদিম ও জুয়েল মাহমুদ।
গানটি প্রসঙ্গে শিল্পী রেজা করিম বলেন, ‘বাউলা বাতাসের মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আমার নতুন কোনো গান প্রকাশ হতে যাচ্ছে, এটা অত্যন্ত আনন্দের। আমরা যারা গানটি তৈরির পেছনে ছিলাম, সবাই খুব আন্তরিকতা দিয়ে ভালো একটা কিছু করার চেষ্টা করেছি। গানটি শ্রোতারা উপভোগ করবেন, এমনটাই প্রত্যাশা করছি।’

Explore More Districts