৫০তম বাংলাদেশ লিও দিবস: কেককেটে ফেনী লিও ক্লাব’র উদযাপন

ফেনী | তারিখঃ August 23rd, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 697 বার

শহর প্রতিনিধি->>

৫০তম বাংলাদেশ লিও দিবস উদযাপন করেছে ফেনী লিও ক্লাব। বুধবার বিকেলে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন হক প্যালেসে লায়ন্স ক্লাব অব ফেনীর কার্যালয়ে কেককেটে ৫০তম বাংলাদেশ লিও দিবস উদযাপন করা হয়।

ফেনী লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও এবিএস ফরহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২ এর জোন চেয়ারপার্সন ও লায়ন্স ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব শহীদুল আলম ভূঁইয়া।

ক্লাব সেক্রেটারী লিও মোজাম্মেল হক মিলন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী লিও ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট, লিও জেলা ৩১৫ বি২ এর পাস্ট প্রেসিডেন্ট ও লায়ন জেলা ৩১৫ বি২ এর জোন চেয়ারপার্সন লায়ন আব্দুর রহমান সুজন।

ক্লাবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লিও ইউসুফ আহম্মেদ নিষাদ জানান, ৫০ বছর পূর্বে ১৯৭৩ সালের ২৩ আগস্ট মানব সেবায় অনুপ্রাণিত হয়ে প্রথম বাংলা সফল চলচিত্র “মূখ ও মূখোশ” এর সফল নির্মাতা ও প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর মরহুম লায়ন আব্দুল জাব্বার খাঁন এর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে আন্তর্জাতিক যুব সেবা সংগঠন “লিও ক্লাব” আত্মপ্রকাশ করে।
সেজন্য ২৩ আগস্ট কে “বাংলাদেশ লিও দিবস” হিসেবে স্বীকৃতি দেয়া হয়। তারই প্রেক্ষিতে ফেনী লিও ক্লাবের তরুণ মানবপ্রেমী লিওরা আজকের দিনটির স্মরণে বাংলাদেশে লিওইজমের সুবর্নজয়ন্তী পালন করে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দের বক্তব্যে বাংলাদেশে লিওইজমের ইতিহাস তুলে ধরেন ও লিওইজমের সঠিক চর্চার মাধ্যমে সুন্দর আগামী প্রতিষ্ঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে ফেনী লিও ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও মোহাম্মদ জহির উদ্দিন, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লিও মোহাম্মদ সবুজসহ লিও এবং কামিং লিওবৃন্দ উপস্থিত ছিলেন।

Explore More Districts