
ফাইল ছবি ————–
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার এএসআই (নিরস্ত্র)(গ্রেড-১৪) পদ অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃজনের জন্য অনুমোদন দেয়া হলো। নিয়োগে কিছু শর্ত রয়েছে। শর্তগুলো হলো—বেতনস্কেল অর্থ বিভাগের যাচাইকৃত স্কেল অনুযায়ী হবে। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে-৪ হাজার কনস্টেবল পদ বিলুপ্তি ও আনুষ্ঠানিক অনুমোদন সম্পন্ন করতে হবে।
সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমবারের মতো ৪ হাজার এএসআই পদে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ২ হাজার পদে সরাসরি নিয়োগ এবং বাকি ২ হাজার পদে কনস্টেবলদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেয়া হবে।
৭ অক্টোবর ২০২৫
এ জি
জবস 2025-10-07