৪১ ওভারের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

৪১ ওভারের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টুয়েন্টির হতাশা ভুলে যাওয়ার মিশনে নেমেছে বাংলাদেশ। তবে বৃষ্টির বাধায় প্রথম ওয়ানডেতে পুরো ম্যাচ পাচ্ছে না টাইগাররা। কার্টেল ওভারের ম্যাচটি হবে ৪১ ওভারে। টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন কাপ্তান তামিম ইকবাল।

রোববার বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে প্রভিডেন্স স্টেডিয়ামে নেমেছে দু’দল। সিনিয়র দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম না থাকলেও যথেষ্ট শক্তিশালী দল গড়েছে সফরকারীরা। শাই হোপ, কাইল মেয়ার্সদের নিয়ে শক্ত দল সাজিয়েছে নিকোলাস পুরানের দলও।

Reneta June

প্রভিডেন্সের ব্যাটিং-বান্ধব উইকেটে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুলকে নিয়ে পেস আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। স্পিনার হিসেবে নাসুম আহমেদের পাশাপাশি একাদশে আছেন মেহেদী হাসান মিরাজ।

ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স, জয়-পরাজয় ও শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকবে সফরকারী বাংলাদেশ। মুখোমুখি শেষ ৫ বারের দেখায় একবারও জিততে পারেনি ক্যারিবিয়ানরা। অবশ্য বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। সফরের আগের দুটি সিরিজ হেরে খারাপ অবস্থায় আছে লাল-সবুজের দল।

টেস্ট ও টি-টুয়েন্টি জিতে ফুরফুরে মেজাজে আছে স্বাগতিক দল। যদিও ৫০ ওভারের ফরম্যাটটিতে সাম্প্রতিক সময়ে ধুঁকছে ক্যারিবিয়ানরা। শেষ পাঁচ ম্যাচে মাত্র দুটিতে জয় তুলতে পেরেছে দলটি। সবশেষ চারটি সিরিজের তিনটিই হেরেছে পুরানের দল।

সাদা বলের ক্রিকেটের এ ফরম্যাটে ৪১ বার মুখোমুখি হয়েছে দুদল। জয়ের ব্যবধানে এগিয়ে অবশ্য স্বাগতিক দলটি। বাংলাদেশের ১৮ জয়ের বিপরীতে ২১টি ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ফল হয়নি দুটি ম্যাচে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাশ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, শামরাহ ব্রুকস, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, এন্ডারসন ফিলিপ, জেইডেন সেলেস, গুডাকেশ মটিই।

Explore More Districts