মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত কিশোরকে (১৩) টাঙ্গাইল শহর থেকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে তাকে আটক করা হয়।
সে টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার বাসিন্দা।
জানা গেছে, গত শুক্রবার (৭ মার্চ) মানিকগঞ্জের আটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে যায় ভূক্তভোগীর পরিবার। এ সময় তিন বছরের ওই শিশুকে ১৩ বছরের এক স্কুলছাত্র যৌন নিপীড়ন করে। পরে ওই শিশুর মা বিষয়টি টের পেয়ে টাঙ্গাইল চলে আসেন। রবিবার (৯ মার্চ) শিশুটিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে শিশুটিকে সোমবার (১০ মার্চ) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি রয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সাদিকুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুটির মা ক্যামেরার সামনে কথা না বলতে রাজি হননি। তবে তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানের রাতে আমার মেয়ের সঙ্গে অন্যায় কাজ করা হয়েছে। আমি এর বিচার চাই।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লা বলেন, ধর্ষণের অভিযোগটি আমরা তদন্ত করছি। এ ঘটনায় টাঙ্গাইল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বাড়ি মানিকগঞ্জে হলেও শিশুটির বাবা সখীপুরে চাকরি করেন। সেই সুবাদে ঘটনার পর তারা সখীপুরে চলে আসেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।