৩ জেলায় ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘ব্রি’ গোপালগঞ্জ কেন্দ্রের কর্মযজ্ঞ

৩ জেলায় ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘ব্রি’ গোপালগঞ্জ কেন্দ্রের কর্মযজ্ঞ

৩ জেলায় ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘ব্রি’ গোপালগঞ্জ কেন্দ্রের কর্মযজ্ঞ

গোপালগঞ্জ প্রতিনিধি
মুজিববর্ষে গোপালগঞ্জ, নড়াইল ও বাগেরহাট জেলায় বোরো মৌসুমে ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেছে।
এ কর্মসূচীর আওতায় তিন জেলার সহস্রাধিক কৃষককে ৬ হাজার ৪ শ’ ৩০ কেজি ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
শনিবার মুজিববর্ষ উপলক্ষ্যে ব্রি উদ্ভাবিত নতুন জাতের ধান বীজ বঙ্গবন্ধু ধান-১০০ তিন জেলায় শতাধিক কৃষকরে মধ্যে ব্রি, গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় থেকে বিনামূল্যে ৮ শ’ কেজি বিতরণ করা হয়েছে।
এ ছাড়া ৫শ’ কেজি ব্রি হাইব্রিড ধান-৩ জাতের বীজ, ২ হাজার ৭ শ’ ৩০ কেজি ব্রি হাইব্রিড ধান- ৫ জাতের বীজ, ২ হাজার ৫শ’ কেজি ব্রি ধান ৫০, ৬৩, ৬৭, ৭৪, ৮১, ৮৪, ৮৬, ৮৮, ৮৯, ৯২, ৯৬ জাতের বীজ বিতরণ করা হয়েছে।
সিনিয়র সাইন্টিফিক অফিসার ও ব্রি, গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাইন্টিফিক অফিসার ফারুক হোসেন খান সহ ব্রি, গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
সিনিয়র সাইন্টিফিক অফিসার ও ব্রি, গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ভাত আমাদের প্রধান খাদ্য। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও কৃষকরে আয় আমরা ২০৩০ সালের মধ্যে দিগুন করে দিতে চাই। এ লক্ষ্যে ধানের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের জীবনমান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। বিনামূল্যে বীজ বিতরণের পাশাপাশি আমরা কৃষককে ধান চাষে পরামর্শ দিচ্ছি। আমাদের উদ্ভাবিত উচ্চ ফলনশীল , হাইব্রিড সহ বিভিন্ন জাতের ধানের চাষাবাদ করে কৃষক লাভবান হবেন। এতে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে। এভাবে উৎপাদন ও আয় বৃদ্ধির ধারা আব্যাহত থাকলে আমরা ২০৪১ সালের মাধ্যে উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারব। #

এ জাতীয় আরো খবর..

Explore More Districts