৩৪ কেজি ওজনের কচ্ছপ উদ্ধারের পর কীর্তনখোলায় অবমুক্ত

৩৪ কেজি ওজনের কচ্ছপ উদ্ধারের পর কীর্তনখোলায় অবমুক্ত

১১ নভেম্বর ২০২৩ শনিবার ৭:৫৫:০৩ অপরাহ্ন

Print this E-mail this


নগর প্রতিনিধিঃ

৩৪ কেজি ওজনের কচ্ছপ উদ্ধারের পর কীর্তনখোলায় অবমুক্ত

৩৪ কেজি ওজনের একটি কচ্ছপ বিক্রির জন্য বাজারে নেওয়া হলে সেটি উদ্ধার করে কীর্তনখোলায় অবমুক্ত করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

শুক্রবার (১০ নভেম্বর) রাত ১১টায় বরিশাল নগরের কাশিপুর বাজার থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

উপকূলীয় বনাঞ্চল বরিশালের বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে কচ্ছপটি বিক্রির জন্য বরিশাল নগরের কাশিপুর বাজারে নেওয়া হয়। পরে স্থানীয়রা সেটি দেখে সন্দেহ হলে কচ্ছপটি জবাইয়ে বাধা দিয়ে পুলিশে খবর দেন। বিষয়টি টের পেয়ে কচ্ছপটি যিনি এনেছিলেন তিনি পালিয়ে যান। পরে এয়ারপোর্ট থানা পুলিশের সদস্যরা বন বিভাগে খবর দিলে তারা কচ্ছপটি উদ্ধার করে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান।

তিনি আরও বলেন, পরে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কচ্ছপটি রাত ১২টার দিকে কীর্তনখোলা নদীর ডিসি ঘাট এলাকা থেকে অবমুক্ত করা হয়। তবে কচ্ছপটি কোথায় থেকে কে বা কারা নিয়ে এসেছিলেন তা জানা যায়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts