৩০ বছর কারাভোগের পর ভ্যান নিয়ে বাড়ি ফিরলেন হুমায়ুন

৩০ বছর কারাভোগের পর ভ্যান নিয়ে বাড়ি ফিরলেন হুমায়ুন

২২ November ২০২৪ Friday ৯:৩৭:৩০ AM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

৩০ বছর কারাভোগের পর ভ্যান নিয়ে বাড়ি ফিরলেন হুমায়ুন

স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের হওয়া মামলায় ৩০ বছর কারাভোগ করছিলেন হুমায়ুন কবির।   গত একমাস আগে মেলে মুক্তি। ভবিষ্যতে কি করবেন, কোনো কূল পাচ্ছিলেন না তিনি। বিষয়টি নিয়ে আলোচনা করেন কারা কর্তৃপক্ষের সঙ্গে। অবশেষে তিনি একটি ভ্যান পেয়েছেন। যা দিয়ে উপার্জন করবেন পারবেন হুমায়ুন। 

জানা গেছে, অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে মুক্তির আগে নিজের আয়-উপার্জনের বিষয়ে ভাবছিলেন হুমায়ুন। তিনি কারা কর্তৃপক্ষকে বিষয়টি খুলে বলেন। সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে আলাপ করেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজের সঙ্গে। 

সাজ্জাদ পরবর্তীতে হুমায়ুনের ব্যাপারে আলোচনা করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে। হুমায়ুনের ৩০ বছরের কারাজীবন তুলে ধরেন তিনি। সামগ্রিক বিষয় চিন্তা-ভাবনার পর বৃহস্পতিবার (২১ নভেম্বর) হুমায়ুনের জীবিকা নির্বাহে আয়ের উৎস হিসেবে একটি ভ্যান উপহার দেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ওবায়দুর রহমান, বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ.কে.এম.আখতারুজ্জামান, সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

ভ্যান উপহার দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টরা কোনো কথা বলতে চাননি। হুমায়ুন বলেছেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি হয়ে ৩০ বছর জেল খেটে মুক্তি পাওয়া পর আমি নতুনভাবে জীবিকা নির্বাহের জন্য দুশ্চিন্তা করছিলাম। বিষয়টি কারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তারা আমাকে একটি ভ্যান উপহার দেন। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। ভ্যানটি আমার সুন্দর জীবন গড়তে সহায়ক হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts