২৮ জুন ঢাকায় মহাসমাবেশ সফলের লক্ষ্যে লিফলেট বিতরণ

২৮ জুন ঢাকায় মহাসমাবেশ সফলের লক্ষ্যে লিফলেট বিতরণ

আগামী ২৮জুন শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ সফল করতে চাঁদপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের হাসান আলী হাই স্কুল মাঠ থেকে সমাবেশের দাওয়াত ও লিফলেট বিতরণ শুরু হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই’র আহবানে প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিত এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যে আজ লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জননেতা শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।

তিনি বলেন এই মহাসমাবেশ রাজনৈতিক এক ট্রানিং পয়েন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এ মহাসমাবেশের গুরুত্ব অনেক বেশি বিগত ৫৪ বছরের রাজনৈতিক দুর্বিতায়ন থেকে জাতিকে রক্ষা করার জন্য এই মহাসমাবেশে দেশবাসী উপস্থিত হয়ে এক কন্ঠে আওয়াজ তুলবে যে আমরা আর বিগত দিনের রাজনীতিতে ফিরে যেতে চাই না আগামী দিনে কাঙ্ক্ষিত মানুষের স্বপ্ন পূরণে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চাই,একটি নিরাপদ মানবিক বাংলাদেশ গঠন করতে চাই। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সকল নাগরিকদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই।যেখানে সকল মতের মানুষের তার অধিকার নিয়ে কথা বলতে পারবে।

তিনি আরো বলেন, রাজনীতিতে সব সময় সুযোগ আসে না ইসলাম এবং দেশপ্রেমিক সকল শক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে এ মূহুর্তে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি তাহলে এ জাতিকে আরো বহু যুগ ধরে খেসারত দিতে হতে পারে। তাই নির্বাচনের সকল অনিয়ম ও অব্যবস্থাপনার মূল উৎপাটন করে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিকে জোরালো করতে হবে।

তাই আগামী ২৮ জুন শনিবারের এই মহাসমাবেশে দল-মত নির্বিশেষে আপামর দেশবাসীকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

চাঁদপুর থেকে বড় বাস,মাইক্রো,হায়েস ও লঞ্চযোগে হাজার হাজার নেতাকর্মী মহাসমাবেশে উপস্থিত হবেন। যারা লঞ্চযোগে যেতে চান সকাল ৭:৩০ মিনিটে চাঁদপুর লঞ্চঘাট উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠানে চাঁদপুর জেলা,সদর উপজেলা ও চাঁদপুর শহর শাখার নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার, ২৬ জুন ২০২৫

Explore More Districts