২৮ অক্টোবর শাপলা চত্বর চায় জামায়াত, অনুমতি চেয়ে ডিএমপিতে চিঠি

২৮ অক্টোবর শাপলা চত্বর চায় জামায়াত, অনুমতি চেয়ে ডিএমপিতে চিঠি

২৮ অক্টোবর শাপলা চত্বর চায় জামায়াত, অনুমতি চেয়ে ডিএমপিতে চিঠি

ছবি: সংগৃহীত

আগামী ২৮ অক্টোবর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছে জামায়াত।

সমাবেশের অনুমতি চেয়ে সোমবার (২৩ অক্টোবর) ডিএমপির বরাবরে চিঠি দেয় দলটি। দলটির দফতর সম্পাদক আ ফ ম আবদুস সাত্তার জামায়াতের পক্ষে আবেদনটি করেছেন।

ডিএমপিকে দেয়া জামায়াতের চিঠিতে বলা হয়, জামায়াতের উদ্যোগে কেয়ারটেকার সরকারব্যবস্থা প্রতিষ্ঠা, আমির ডা. শফিকুর রহমানসহ সব রাজনৈতিক নেতাকর্মী ও আলেম-উলামার মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ২৮ অক্টোবর দুপুর ২টায় শাপলা চত্বরে শান্তিপূর্ণ এক সমাবেশের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচি আমরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। এই সমাবেশ বাস্তবায়নে পুলিশের সহযোগিতা চেয়েছে জামায়াত।

/এমএন

Explore More Districts