ফেনী | তারিখঃ October 25th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 3537 বার

বিশেষ প্রতিনিধি->>
ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, ২৮ তারিখে ঢাকায় বিএনপির মহাসমাবেশের মাধ্যমে দেশে কিছুই হবে না, তারা যদি কোনো বিশৃঙ্খলা করে তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী আইনগত ব্যবস্থা নেবে পাশাপাশি আ.লীগের নেতাকর্মীরা ঢাকার রাজপথে প্রস্তুত থাকবো। জনগণের জান মাল রক্ষায় আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করবো।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ফেনী সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত ও আধুনিকায়ন সম্মেলন কক্ষ উদ্বোধন ও মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, জনপ্রতিনিধি ও কর্মকর্তারা ফেনীতে একটি টিম হয়ে ঐক্যবদ্ধভাবে মানুষের জন্য কাজ করছে। যার কারণে উন্নয়নের দিক থেকে সারা বাংলাদেশে ফেনী জেলার অবস্থান তৃতীয় হয়েছে। আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে সভায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক, উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে শহিদ উল্লাহ খোন্দকার ও জোৎন্সা আরা জুসি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এস আর মাসুদ রানা, কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, প্রকৌশলী দীপ্ত দাস গুপ্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হাসান পারভেজ, ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্লাহ বি.কম, শর্শদি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঞা, লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ উদ্দিন নাসিম, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান মাহাবুল হক লিটন, ধর্মপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা, কালিদহ ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ডালিম, ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহমেদ মুন্সী, মোটবী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, ফরহাদ নগর ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন টিপু, কাজীরবাগ ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহম্মেদ সোহাগ, বালিগাঁও ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বাহার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ফিতা কেটে সম্মেলন কক্ষ উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।