আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে নগরীর ২৮নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-র বড় ভাই বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে নগরীর ২৮ নং ওয়ার্ডের লাউয়াই, পিরোজপুর, বঙ্গবীর রোড, ষ্টেশন রোড ও তার আশপাশের এলাকা, কদমতলী, চাদ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিন বলেন, সিলেট ৩ নির্বাচনী এলাকার সবত্র ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র নির্বাচনী বার্তা পৌছে গেছে। সকল জায়গায় ভোটাররা তাঁকে সাদরে গ্রহণ করেছেন। আমরা আশাবাদী সৎ, ত্যাগী ও আদর্শবান নেতা হিসেবে সিলেট ৩ আসনে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-কে মনোনয়ন দেবে বিএনপি। তবেই সিলেট ৩ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।
পথসভা ও গণসংযোগকালে স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিন, নাবির মোহাম্মদ নিজাম, শাহান আহমেদ, তায়েফ আহমেদ, সাব্বির আহমদ, রেদওয়ান আহমেদ, রুবেল আহমদ আব্দুল কাইয়ুম, মুন্না আহমেদ, হুমায়ূন আহমেদ প্রমুখ।