২৬শে মার্চে যেসব কর্মসূচি পালন করবে ছাত্রদল – DesheBideshe

২৬শে মার্চে যেসব কর্মসূচি পালন করবে ছাত্রদল – DesheBideshe



২৬শে মার্চে যেসব কর্মসূচি পালন করবে ছাত্রদল – DesheBideshe

ঢাকা, ২৫ মার্চ – ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানিয়েছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

এতে বলা হয়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় ছাত্রদলের ঢাকার সব ইউনিট অংশগ্রহণ করবে।

এ ছাড়া বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে ছাত্রদল। এরপর ঢাকায় ফিরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবে সংগঠনটির নেতাকর্মীরা।

সারাদেশে ছাত্রদলের সব জেলা, মহানগর, উপজেলা ও পৌর ইউনিটের নেতারা বিএনপির ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৫ মার্চ ২০২৫



Explore More Districts