২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১,৩৩৩ জন গ্রেফতার – DesheBideshe

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১,৩৩৩ জন গ্রেফতার – DesheBideshe

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১,৩৩৩ জন গ্রেফতার – DesheBideshe

ঢাকা, ০৭ ডিসেম্বর – সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় এক হাজার ৩৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৯০ জন এবং অন্যান্য ঘটনায় ৩৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

এ এইচ এম শাহাদাত হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৩৪৩ জন।

অভিযানিক কার্যক্রমে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন একটি, গুলি ৭ রাউন্ড, চাইনিজ কুড়াল দুটি, বার্মিজ চাকু দুটি, খুর একটি, হাসুয়া ৪টি, রামদা দুটি, চাপাতি দুটি, চাকু একটি, ককটেল দুটি, দেশীয় তৈরি ওয়ান শুটারগান দুটি, বিদেশি রিভলবার একটি, গুলির খোসা দুটি উদ্ধার করা হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৭ ডিসেম্বর ২০২৫



Explore More Districts