২৪-এ যে আন্দোলন হয়েছিল তারই প্রতীক হচ্ছে তারুণ্যের উৎসব : জেলা প্রশাসক

২৪-এ যে আন্দোলন হয়েছিল তারই প্রতীক হচ্ছে তারুণ্যের উৎসব : জেলা প্রশাসক

তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপ জাতীয় যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চাঁদপুর বনাম কিশোরগঞ্জের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকাল তিনটায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ফুটবল ম্যাচের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, ‘তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট কেবল খেলার আসর নয়, বরং এটি তরুণ প্রজন্মের আত্মপ্রকাশের এক অনন্য মঞ্চ। খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি শেখায়। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, এই আয়োজন আমাদের তরুণদের মাঝে নতুন উদ্যম জোগাবে।’

তিনি বলেন, আপনারা জানেন তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপ বিভিন্ন জেলাতে উদ্বোধন হয়েছে। আজকে আমাদের এটা দ্বিতীয় ম্যাচ চলছে। ২৪ যে আন্দোলন হয়েছিল তারই প্রতিক হচ্ছে তারুণ্যের। সেই তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সারাদেশে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে।

আপনারা জানেন গত ১৪ তারিখ চাঁদপুর জেলা ফুটবল দল কিশোরগঞ্জে গিয়ে ২-১গোলে বিজয়ী হয়েছে। আজকের ম্যাচটিও সুন্দর আনন্দদায়ক এবং উৎসবমুখর পরিবেশে হবে। যারা ম্যাচ পরিচালনায় থাকবেন তারা স্বচ্ছভাবে ম্যাচ পরিচালনা করবেন। যারা এই ম্যাচটি আয়োজন করার জন্য আমাকে সহযোগিতা করেছেন বিশেষ করে যারা ক্রিড়া সংগঠক আছেন, বিভিন্ন ক্লাবের সাথে জড়িত আছেন আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, আমরা চাই প্রতিটি তরুণ-যুবক পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও নিজেদের দক্ষতা দেখাক। খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করুক, সেই স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে। জেলা প্রশাসন সর্বদা খেলাধুলার বিকাশে সহায়তা করবে। আগামী দিনে চাঁদপুর থেকেও জাতীয় মানের খেলোয়াড় গড়ে উঠবে বলে আমি আশাবাদী।

খেলা উপভোগ করতে চাঁদপুর জেলা স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নানা বয়সী হাজারো দর্শক দলকে উৎসাহ দিতে করতালি, শ্লোগান আর উল্লাসে মুখর করে তোলে পুরো মাঠ।

চাঁদপুর ও কিশোরগঞ্জের মধ্যে অনুষ্ঠিত আজকের খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচটি গোলশূন্য (০-০) ড্রয়ে শেষ হয়। তবে নিয়ম অনুযায়ী, আগের ম্যাচে (১৪ সেপ্টেম্বর) কিশোরগঞ্জে ২-১ গোলে জয় পাওয়ায় চাঁদপুর জেলা দল দুই ম্যাচ মিলিয়ে এগিয়ে থেকে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। অপরদিকে কিশোরগঞ্জ জেলা দল এবারের টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান রনি, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব একরামুল সিদ্দিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্ল্যা সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর জেলার এনসিপির প্রধান সমন্বয়ক মাহবুব উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, দেওয়ান মোঃ শাহজাহান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ জহির উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান খানসহ অন্যান্যরা।

চাঁদপুর স্টেডিয়াম মাঠে কিশোরগঞ্জ ও চাঁদপুরের মধ্যকার খেলা গোল শূন্য ড্র হয়েছে। এটা ছিলো কিশোরগঞ্জ ও চাঁদপুরের মধ্যে ২য় খেলা। ১ম খেলায় গত ১৪ সেপ্টেম্বর চাঁদপুর জেলা ফুটবল দল কিশোরগঞ্জে গিয়ে ২-১গোলে বিজয়ী হয়েছে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/ ২১ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts