২২ বছর পর রামগতি উপজেলা বিএনপির সম্মেলন

২২ বছর পর রামগতি উপজেলা বিএনপির সম্মেলন

২২ বছর পর রামগতি উপজেলা বিএনপির সম্মেলন

দীর্ঘ ২২ বছর পর আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রামগতি উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। সর্বশেষ ২০০৩ সালে অনুষ্ঠিত হয়েছিল এ সম্মেলন। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘদিন পর এ সম্মেলনে নতুন নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে উপজেলা জুড়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা।

উপজেলা সদর আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট আলহ্বাজ আহাম্মদ আজম খাঁন। এ ছাড়া দলের স্থায়ী কমিটির ও জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

দীর্ঘদিন নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতায় সম্মেলন করতে না পারলেও পরবর্তিত পরিস্থিতিতে বেশ ঘটা করে সম্মেলনের আয়োজন করেছে দলটি। ২২ বছর পর বিএনপির সম্মেলনকে ঘিরে পুরো উপজেলা সদর আলেকজান্ডার সেজেছে ব্যানার,ফেস্টুন আর বিলবোর্ডে। নেতা-কর্মীরা বলেছেন, দুর্দিনে দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, নিপীড়নের শিকার হয়েছেন তারা যেন সঠিক মূল্যায়ন পান।

এ ছাড়াও সম্মেলনের মধ্য দিয়ে নতুন করে দলকে পনরুজ্জীবিত ও সুসংগঠিত করে আগমী সংসদ নির্বাচনে বিএনপির মননিত প্রার্থী সুশিল সমাজের প্রবর্তা ও মামলা-হামলা মুক্ত রামগতি গড়ার কারিগর আলহ্বাজ এ বি এম আশরাফ উদ্দিন নিজানকে বিজয়ী করতে অগ্রণী ভুমিকা রাখবে এমন নেতৃত্ব চান নেতা-কর্মীরা।

সম্মেলন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জামাল উদ্দিন বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, এখন চলছে সম্মেলনের কাজ।

Explore More Districts