
রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২ হাজার ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত মোঃ আসিফ মিয়া ওরফে হাসু (৩২) রাজবাড়ী জেলা শহরের বিনোদপুরের মোঃ আমজাদ হোসেন মিয়া ও মোঃ ফারুক শেখ (৩৪) সজ্জনকান্দার মোঃ বিল্লাল শেখের ছেলে।
ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় আজ বিকালে রাজবাড়ী জেলা শহরের বিনোদপুরে অভিযান চালিয়ে আমজাদ হোসেনের বসতবাড়ীর হাসু’র বসতঘরের ভিতর থেকে মোঃ আসিফ মিয়া ওরফে হাসুকে ১ হাজার ৪শ পিস এবং সজ্জনকান্দার ফারুক শেখের বসতঘরের ভিতর থেকে ৭শ পিসসহ মোট ২ হাজার ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৬ লক্ষ ৩০ হাজার টাকা।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এবং তাদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।