২০২৬ সালের ঈদের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান – DesheBideshe

২০২৬ সালের ঈদের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান – DesheBideshe



২০২৬ সালের ঈদের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান – DesheBideshe

ঢাকা, ০৩ জুলাই – আগামী ২০২৬ সালের ঈদুল ফিতরের একটি সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সেই সিনেমাটি নির্মাণ করবেন আবু হায়াত মাহমুদ। যদিও সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি।

জানা গেছে, গত বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে শাকিব খানের সঙ্গে এই সিনেমার চুক্তি স্বাক্ষর হয়। পরে এক ফেসবুক পোস্টে ছবির নির্মাতা আবু হায়াত মাহমুদ খবরটি জানিয়ে দেন।

সিনেমাটি প্রযোজনা করছে ‘ক্রিয়েটিভ ল্যান্ড’। প্রযোজক হিসেবে থাকছেন শিরিন সুলতানা, যিনি এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখালেন। এছাড়াও গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন; এতে সঙ্গে ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন।

তবে সিনেমাটি প্রসঙ্গে তেমন বিস্তারিত কিছু জানাননি নির্মাতা আবু হায়াত মাহমুদ। বলে রাখা ভালো, এই নির্মাতা আড়াই শতাধিক নাটক, একাধিক ওটিটি কনটেন্ট, টিভিসি ও ডকুফিল্ম নির্মাণের অভিজ্ঞতা অর্জন করেছেন।

এনএন/ ০৩ জুলাই ২০২৫



Explore More Districts