সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে বুধবার (০৮ অক্টোবর) ১ নভেম্বর জাতীয় যুব দিবস ফিরিয়ে দেওয়ার দাবীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলা ১১টায় যুব সমাবেশ ও বেলা সাড়ে ১১টায় ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত হয়। যুব সমাবেশ ও শোয়া কর্মসূচী থেকে আগামী ১৪ দিনের মধ্যে ১ নভেম্বর জাতীয় যুব দিবস ফিরিয়ে না দিলে ২২ অক্টোবর বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৬ ঘন্টাব্যাপী যুবদের অনশন কর্মসূচীর ঘোষণা করা হয়। সমাবেশ থেকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে হত্যাকারীদের বিচারের জোর দাবিন জানানো হয়। পাশাপাশি এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজ’র ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের জোর দাবি জানানো হয়।
যুব সমাবেশে বক্তারা বলেন, ১ নভেম্বর জাতীয় যুব দিবস-এর তারিখ পরিবর্তন করে বাংলাদেশের এক তৃতীয়াংশ যুবকের সাথে বৈষম্য করা হয়েছে। অনেক আন্দোলন সংগ্রাম করে ২০১২ খ্রীষ্টাব্দে ১ নভেম্বর জাতীয় যুব দিবস নির্ধারণ করা হয়। ২০১২ খ্রীষ্টাব্দ পূর্ব সময়ে জাতীয় যুব দিবস বিভিন্ন রাষ্ট্র প্রধানের দেওয়া বিভিন্ন তারিখে পালন করা হতো। ২০১২ খ্রীষ্টাব্দ হতে ২০২৪ খ্রীষ্টাব্দ পর্যন্ত ১৩ বছর ধরে ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালন করা হয়। ২০২৫ খ্রীষ্টাব্দের আন্তর্জাতিক যুব দিবস-এর সাথে জাতীয় যুব দিবসকে সম্পৃক্ত করে জাতীয় যুব দিবস পালনে আমরা যুবরা হতবাক। আমরা যুবরা স্বতন্ত্র জাতীয় যুব দিবস চাই। এক-তৃতীয়াংশ যুবদের জাতীয় যুব দিবস ফেরত চাই। জাতীয় যুব দিবসকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস হিসাবে পালন করায় জাতীয় যুব দিবস-এর স্বার্থকতা হারিয়ে গেছে। বাংলাদেশের এক-তৃতীয়াংশ যুবদের জাতীয় যুব দিবস ফিরিয়ে দিতে হবে।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খানের পরিচালনায় যুব সমাবেশের শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ। স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার। যুব নেতৃবৃন্দদের মধ্য থেকে যুব সমাবেশে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব। যুব সমাবেশ ও শোয়া কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিলেট কল্যাণ সংস্থার উপদেষ্টা রাধিকা রঞ্জন পাল ছাবুল, বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের অন্যতম অভিভাবক যোদ্ধা মোঃ আব্দুস শহীদ খান, রোটারিয়ান মেঃ আব্দুস সালাম, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোঃ সুহেল মিয়া খান, সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি মোঃ শাহজাহান মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, ধর্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ-ধর্ম সম্পাদক মোঃ তাজউদ্দিন, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক মোঃ পিকুল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, সদস্য মোঃ জুয়েল মিয়া, মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর মোঃ ছাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিলমনি কান্ত চন্দ, যুবনেতা মোঃ আলী হায়দার, লাল মিয়া, আবুল হাসনাত, মোঃ আনোয়ার, মোঃ মহসিন উদ্দিন সুমন, মোঃ আব্দুল মালেক ফায়েক, আব্দুস সোবহান আজাদ ও বিশিষ্ট সমাজকর্মী জামাল আহমদ।