১ জুন, ২০২১ থেকে যে কোনও Google অ্যাকাউন্ট হোল্ডার কোনও নতুন ছবি বা ভিডিয়ো আপলোড করলে, তা ১৫জিবি স্টোরেজের মধ্যেই কাউন্ট করা হবে
Bangla Editor | News18 Bangla | April 16, 2021, 9:28 AM IST
1/ 5


স্মার্টফোনের স্টোরেজ স্পেস শেষ হয়ে গেলেও এতদিন ভরসা ছিল Google Photos অ্যাপ৷ বিনামূল্যে সেখানে ছবি, ভিডিও স্টোর করে রাখা যেত৷ কিন্তু এবার আর সেই উপায় থাকছে না৷ কারণ ২০২১ সালের ১ জুন থেকে গুগল তাঁদের গুরুত্বপূর্ণ পরিষেবা গুগল ফটোসের নিয়ম পরিবর্তন করছে। নতুন নিয়ম অনুজায়ি, Google Photos-এর ইউজারেরা তাদের প্রত্যেকের Google অ্যাকাউন্ট অনুযায়ী, ১৫জিবি-র বেশি আর স্টোরেজ ব্যবহার করতে পারবেন না। Google Docs থেকে শুরু করে Sheets, Slides, Drawings, Forms এমনকী জ্যামবোর্ড ডেটাও কাউন্ট করা হবে এই স্টোরেজের মধ্যেই।
2/ 5


১ জুন, ২০২১ থেকে যে কোনও Google অ্যাকাউন্ট হোল্ডার কোনও নতুন ছবি বা ভিডিয়ো আপলোড করলে, তা ১৫জিবি স্টোরেজের মধ্যেই কাউন্ট করা হবে। স্টোরেজ শেষ হয়ে গেলে ইউজারদের Google One মেম্বারশিপ কিনতে হবে। অ্যাপে রেখে দেওয়া ছবি, ভিডিও-র পরিমাণ ১৫ জিবি পেরিয়ে গেলেই পয়সা দিয়ে স্টোরেজ স্পেস কিনতে হবে৷
3/ 5


তবে স্বস্তির বিষয় হল. ১ জুনের আগে পর্যন্ত ব্যাক আপ নেওয়া ছবি, ভিডিও-গুলিকে এই হিসেবের মধ্যে নেওয়া হবে না৷ Google Photos-এর তরফে জানানো হয়েছে, ঠিক যেভাবে Gmail বা Google Drive-এর জন্য অতিরিক্ত স্টোরেজ কিনতে হয়, এক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে৷
4/ 5


Google-এর তরফে জানানো হয়েছে, ২০২১ সালের জুন মাসে একটি নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট টুল নিয়ে আসবে৷ যা দিয়ে সহজেই অস্পষ্ট বা ঝাপসা অথবা তুলনামূলক খারাপ মানের ছবি, ভিডিওগুলি দ্রুত চিহ্নিত করে সেগুলি দ্রুত অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিতে পারবেন ব্যবহারকারীরা৷
5/ 5


Google One পরিষেবার প্রতি মানুষকে আরও আকৃষ্ট করতেই সংস্থার এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷ সংস্থার তরফে জানানো হয়েছে, ব্যবহারকারীরা যাতে এই পরিবর্তনের জন্য আগে ভাগে প্রস্তুতি নিতে পারেন, সেই কারণেই সময় থাকতে সিদ্ধান্তের কথা ঘোষণা করে দেওয়া হল৷