১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্নিঝড় গোর্কিতে নিহতদের স্মরনে মোমবাতি প্রজ্জ্বলন
১২ November ২০২৪ Tuesday ১:৪৫:৪১ AM
সৈয়দ রাসেল, কলাপাড়া।।১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলে আঘাত হানে প্রলয়ংকরী ঘূর্নিঝড় গোর্কি। এদিন প্রান হারায় বৃহত্তর পটুয়াখালীর ৪৮ হাজারেরও বেশি মানুষ। নিহত এসব মানুষদের স্মরনে পটুয়াখালীর কলাপাড়ায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আমরা কলাপাড়াবাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শতাধিক মোমবাতি প্রজ্জ্বল করেন। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু ও আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল ইসলাম।বক্তারা, ১২ নভেম্বরকে সরকারীভাবে উপকূল দিবস হিসেবে ঘোষণার জোড় দাবি জানান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদের দুই ঘণ্টার ব্যবধানে ফের দখল