১৮ বছরের দাম্পত্যে ইতি, বিয়ে ভাঙছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর

১৮ বছরের দাম্পত্যে ইতি, বিয়ে ভাঙছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর

রাষ্ট্রনায়কের পাশাপাশি জাস্টিন ট্রুডোর আদ্যন্ত পারিবারিক ভাবমূর্তিও খুব জনপ্রিয় ছিল বিশ্বের জনমানসে৷ সেই ছবি ভেঙে পড়ল তাসের ঘরের মতো৷ ১৮ বছর দাম্পত্যের পর বিয়ে ভাঙার কথা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী৷ তিনি এবং সোফি বুধবার আইনি চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন৷ তাঁদের দীর্ঘ দাম্পত্যে ইতি টানল এই স্বাক্ষর৷

সামাজিক মাধ্যমে ট্রুডো লিখেছেন ‘‘সোফি এবং আমি জানাতে চাই যে বহু অর্থবহ এবং জটিল সংলাপের পর আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷ আমরা যেরকম দুজনের প্রতি গভীর ভালবাসা ও শ্রদ্ধা নিয়ে একটি পরিবারে ছিলাম এবং যা কিছু সৃষ্টিশীল কাজ করেছি, সেরকম কাজ করে যাব৷ আমাদের সন্তানদের স্বার্থে আপনাদের কাছে অনুরোধ, আমাদের দুজনের এবং সন্তানদের ব্যক্তিগত পরিসরকে যেন সম্মান করা হয়৷’’

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: Canada, Justin Trudeau

Explore More Districts