১৮৫ যাত্রীকে নিয়ে উড্ডয়ন করা বিমানে মাঝআকাশে আগুন | Narailkantho-Latest Bangla News & Entertainment…

১৮৫ যাত্রীকে নিয়ে উড্ডয়ন করা বিমানে মাঝআকাশে আগুন | Narailkantho-Latest Bangla News & Entertainment…




১৮৫ আরোহীকে নিয়ে উড্ডয়নের পরপরই মাঝআকাশে ভারতের বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেটের একটি বিমানে আগুন ধরে গেছে। পাখির আঘাতের পর বাম ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় দিল্লিগামী এই ব্মিান পাটনায় জরুরি অবতরণ করেছে।

রোববার বিহারের পাটনা বিমানবন্দর থেকে আরোহীদের নিয়ে স্পাইসজেটের ওই বিমানটি দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরুর পরপরই এই ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিমানের বাম ইঞ্জিন থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে আসছে।

পাটনা বিমানবন্দরের কর্মকর্তারা বলেছেন, বিমানের সব আরোহীকে নিরাপদে বের করে আনা হয়েছে এবং এতে কেউই আহত হননি। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) সূত্র এনডিটিভিকে বলেছে, বিমানটি উড্ডয়নের সময়ই এর ডানায় পাখি আঘাত করেছে বলে পাইলটরা সন্দেহ করছেন। তবে সেই সময় কোনও ধরনের অস্বাভাবিকতা ধরা না পড়ায় পাইলট বিমানটি চালিয়ে যান।





Explore More Districts