
শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটি আজ সোমবার ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এর আগে রবিবার (২০ মার্চ) লঞ্চটি ডুবে গেলে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, এমভি রুপসি-৯ নামে একটি পণ্যবাহী জাহাজের ধাক্কায় রবিবার দুপুরে এমএল আশরাফ উদ্দিন লঞ্চটি ডুবে যায়। এতে লঞ্চে থাকা ৫০-৬০ যাত্রী পানিতে ডুবে যান। সর্বশেষ আজ সোমবার ভোরে লঞ্চ উদ্ধার করা হলে তাতে চারজনের মরদেহ থাকার খবর পাওয়া যায়।
পড়ুন : শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ (ভিডিও)
এ ঘটনায় রবিবারই চালকসহ জাহাজে থাকা সবাইকে আটক করেছে নৌ-পুলিশ।
পড়ুন : শীতলক্ষ্যায় লঞ্চডুবি: চালকসহ জাহাজ আটক
ডি- এইচএ