‘১৬ বছর পর মানুষ ভোট দেবে, এ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না’ – Daily Gazipur Online

‘১৬ বছর পর মানুষ ভোট দেবে, এ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না’ – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেছেন, ১৬ বছর মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত আছেন। এখন সময় এসেছে ভোট দেওয়ার। দেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। ১৬ বছর পর এ দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিবেন। মাঠে, ঘাটে, চায়ের দোকানে সব জায়গায় নির্বাচনি আমেজ তৈরি হয়েছে। মানুষের মাঝে ভোটের উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এই নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টায় নিজ নির্বাচনি এলাকা কোনাবাড়ীর ১০নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে সাধারণ জনগণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ শেষে আমবাগ এলাকার পথসভায় তিনি এসব কথা বলেন।
কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটলেও তার রেখে যাওয়া আওয়ামী দোসররা দেশের মাঝে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পাঁয়তারা করছে। তারা নির্বাচন ঠেকাতে নানা ধরনের কৌশল অবলম্বন করছে।
তিনি বলেন, যদি কেউ এ নির্বাচন ঠেকাতে আসে তাহলে এ দেশের জনগণ তাদের কঠোর হস্তে দমন করবে।
তিনি আরও বলেন, ১৬ বছর ধরে স্বৈরাচার সরকার শেখ হাসিনা হঠাও বিএনপির এ আন্দোলনের চাপে পড়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। এ সময় বাংলাদেশ রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে। মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে।
কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, মানুষের শান্তি ও মুক্তির জন্য জনগণের আস্থা ও ভরসার প্রতীক খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে বিএনপিকে জয়যুক্ত করবে।
কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি রবিউল আলম রবির সভাপতিত্বে গণসংযোগ, লিফলেট বিতরণ ও অফিস উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন।
এ সময় উপস্থিত ছিলেন- কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহীম মিয়াজী, ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশরাফ, গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন, কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া সরকার হিমেল, গাজীপুর মহানগরের ১০নং ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম কন্ট্রাক্টর, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রুবেল, কোনাবাড়ী মেট্রো থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন হৃদয়, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মাসুদ আহমেদ রানা, কোনাবাড়ী মেট্রো থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার মোড়ল রুবেল, ১০নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সোলায়মান মিয়া, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন জনি, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, ৯নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, বিএনপি নেতা কামরুল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email

Explore More Districts