১৬ জুন নয়, ফ্যাসিস্ট আমলে সব দিনই ছিল কালো দিবস- ডা. মাজহার – Daily Gazipur Online

১৬ জুন নয়, ফ্যাসিস্ট আমলে সব দিনই ছিল কালো দিবস- ডা. মাজহার – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট চিকিৎসক ডা. মাজহারুল আলম বলেছেন, শুধু ১৬ জুনই নয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলের সব দিনই ছিল কালো দিবস।
তিনি সোমবার বিকালে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষ্যে গাজীপুর প্রেসক্লাবজা মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এইচ এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি আরো বলেন, সাংবাদিকদের মধ্যে আদর্শিক বিভেদ থাকতে পারে কিন্তু দেশ প্রেমে বিভেদ নয়। দেশের স্বার্থে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলার সদস্য সচিব এডভোকেট জাকিরুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সভাপতি নাসির আহমেদ, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি মোঃ রেজাউল বারী বাবুল, সাংবাদিক নেতা শামসুল হুদা লিটন, প্রিন্সিপাল হুমায়ুন কবির, গাজী খলিলুর রহমান, মাজহারুল ইসলাম কাঞ্চন প্রমুখ।
সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, কলামিস্ট, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email

Explore More Districts