১৫তম মৃৎশিল্পী সম্মেলন ও মেলা উদ্বোধন করলেন মেয়র সাদিক আবদুল্লাহ

১৫তম মৃৎশিল্পী সম্মেলন ও মেলা উদ্বোধন করলেন মেয়র সাদিক আবদুল্লাহ

২১ অক্টোবর ২০২৩ শনিবার ৫:২৩:১৭ পূর্বাহ্ন

Print this E-mail this


১৫তম মৃৎশিল্পী সম্মেলন ও মেলা উদ্বোধন করলেন মেয়র সাদিক আবদুল্লাহ

সৈয়দ মুুন্নাঃ বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলে শুরু হয়েছে দুদিনব্যাপী ১৫তম মৃৎশিল্পী সম্মেলন ও মেলা।

শুক্রবার বিকালে এর উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

সম্মেলনের আয়োজক কমিটির আহ্বায়ক সুশান্ত ঘোষ বলেন, বিকালে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এর আগে সকালে অশ্বিনী কুমার হলে মৃৎ শিল্প কর্মশালা হয়েছে। বিকালে হয়েছে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

আয়োজকরা জানান, মৃৎশিল্পীদের কল্যাণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ অনুষ্ঠান করা হয়। এ আয়োজনের প্রধান উপদেষ্টা শিল্পী নিসার হোসেন।

মৃৎশিল্পের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে ১৫তম মৃৎশিল্প সম্মেলন, সম্মাননা প্রদান, চিত্র ও মৃৎসামগ্রী প্রদর্শনী, মৃৎশিল্প মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দক্ষিণাঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন স্থানের মৃৎশিল্পীরা তাদের তৈরি শিল্পসম্ভার নিয়ে এই ঐতিহ্যবাহী উৎসবে অংশ নেবেন। এছাড়া রীতি অনুযায়ী এখানে দুই শতাধিক মৃৎশিল্পীকে সম্মাননা জানানো হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, “বাংলার ঐতিহ্য মৃৎশিল্পকে এগিয়ে নিতে হবে। প্রতি বছরের এই আয়োজন এ শিল্পকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখবে।

”চারুকলা বরিশালের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ বরিশালের বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল, খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি পংকজ রায় চৌধুরী, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভঙ্কর চক্রবর্তী, সাবেক সভাপতি নজমুল হোসেন আকাশ। বক্তব্য পর্ব শেষে নৃত্য পরিবেশন করে নৃত্যাঙ্গণ।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে চারুকলা বরিশাল, আগামী সাংস্কৃতিক সংগঠন, নিলয় সংগীত একাডেমি, নজরুল সাংস্কৃতিক জোট, প্রান্তিক সংগীত বিদ্যালয় অংশ নেয়।

মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানের সদস্যসচিব তমাল রায় বলেন, “মৃৎশিল্পীদের কল্যাণে নিবেদিত মৃৎশিল্পী সম্মেলন, সম্মাননা ও এই মেলা। মৃৎ মেলায় নওগাঁ জেলার পাহাড়পুড়, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের পুতুল-মৃৎসামগ্রী ও মহেশপুরের মৃৎপাত্র, বরিশালের গৈলা, হিমানন্দকাঠী, নবগ্রামের মনসার ঘট, রাজশাহীর শখের হাড়ি, পটুয়াখালীর বাউফল ও বগার আধুনিক মৃৎপাত্র, সন্দেশের ছাঁচ, মুন্সীগঞ্জের সড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের মৃৎ ঐতিহ্য স্থান পেয়েছে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts