চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে মেইড ইন চাঁদপুর কালচার্যাল ফেস্টিভ্যাল উপলক্ষে আগামী ৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ১৪ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। সেই লক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান।
ইখতিয়ার উদ্দিন শিশুর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী।
উৎসব সংক্রান্ত বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক মইনুদ্দিন লিটন, রুপালী চম্পক, শুকদেব রায়, মৃনাল সরকার, রুমা সরকার, অজিত দত্ত, অভিজিত রায়, এম আর ইসলাম বাবু, এস এম সোহেল।
এসময় উপস্থিত ছিলেন অ্যাড. কোহিনুর বেগম, অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, শরীফ চৌধুরী, শহীদ পাটওয়ারী, গোলাম মোস্তফা রতন, কাজী মাইনুল হক জীবন, মোবারক হোসেন সিকদার, নাইমা মোশারফ, সেলিনা রহমান, মো. হারুন অর রশিদ, পিএম বিল্লাল, মো. হাবিবুর রহমান হাবিব, কামরুল ইসলাম, সিয়াম খান।
উল্লেখ্য, ১৪ দিনব্যাপী উৎসবের প্রথম দিন ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টায় উদ্বোধন। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন। বর্ণাঢ্য র্যালী। উদ্বোধনী আলোচনা সভা। প্রতিযোগিদের নাম নিবন্ধন। রাত ৯টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পরিবেশনায় সাংস্কৃতিক পরিবেশনা।
উৎসবের দ্বিতীয় দিন ১০ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় একক গানের প্রতিযোগিতা (ছড়া গান ও দেশের গান), মুক্ত বৈঠক ও প্রতিদিনের প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিদের মেডেল প্রদান। সবশেষে সাংস্কৃতিক পরিবেশনা।
উৎসবের ৩য় দিন ১১ অক্টোবর শনিবার বিকেল ৩টায় একক গানের প্রতিযোগিতা (আধুনিক গান ও লোক গান)। মুক্ত বৈঠক ও প্রতিদিনের প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযেগিদের মেডেল প্রদান। সবশেষে সাংস্কৃতিক পরিবেশনা।
উৎসবের ৪র্থ দিন ১২ অক্টোবর রোববার বিকেল ৩টায় একক নাচের প্রতিযোগিতা (রবীন্দ্র সংগীতের সাথে ও নজরুল সংগীতের সাথে)। মুক্ত বৈঠক ও প্রতিদিনের প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিদের মেডেল প্রদান। সবশেষে সাংস্কৃতিক পরিবেশনা ও নাটক।
উৎসবের ৫ম দিন ১৩ অক্টোবর সোমবার বিকেল ৩টায় দলীয় নাচের প্রতিযোগিতা (দেশের গানের সাথে ও লোক গানের সাথে)। মুক্ত বৈঠক ও প্রতিদিনের প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিদের মেডেল প্রদান। সবশেষে সাংস্কৃতিক পরিবেশনা ও নাটক।
উৎসবের ৬ষ্ঠ দিন ১৪ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টায় একক ও দলীয় অভিনয় প্রতিযোগিতা। মুক্ত বৈঠক ও প্রতিদিনের প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিদের মেডেল প্রদান। সবশেষে সাংস্কৃতিক পরিবেশনা ও নাটক।
উৎসবের ৭ম দিন ১৫ অক্টোবর বুধবার বিকেল ৩টায় একক ও দলীয় আবৃত্তি প্রতিযোগিতা। মুক্ত বৈঠক ও প্রতিদিনের প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিদের মেডেল প্রদান। সবশেষে সাংস্কৃতিক পরিবেশনা ও নাটক।
উৎসবের ৮ম দিন ১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩টায় ৪টি বিভাগে ছবি আঁকা প্রতিযোগিতা। মুক্ত বৈঠক ও প্রতিদিনের প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিদের মেডেল প্রদান। সবশেষে সাংস্কৃতিক পরিবেশনা ও নাটক।
উৎসবের ৯ম দিন ১৭ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় রান্না প্রতিযোগিতা (যে কোন একটি রান্না করা রেসিপি নিয়ে অংশগ্রহন করা যাবে)। নারীদের জন্য কুইজ প্রতিযোগিতা। মুক্ত বৈঠক ও প্রতিদিনের প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিদের মেডেল প্রদান। সবশেষে সাংস্কৃতিক পরিবেশনা ও নাটক।
উৎসবের ১০তম দিন ১৮ অক্টোবর শনিবার বিকেল ৩টায় সাধারন জ্ঞান প্রতিযোগিতা (দর্শকদের মধ্য থেকে অংশগহণ)। মুক্ত বৈঠক ও প্রতিদিনের প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিদের মেডেল প্রদান। সবশেষে সাংস্কৃতিক পরিবেশনা ও নাটক।
উৎসবের ১১তম দিন ১৯ অক্টোবর রোববার বিকেল ৩টায় সংসদীয় বির্তক (দর্শকদের অংশগ্রহণ)। মুক্ত বৈঠক ও প্রতিদিনের প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিদের মেডেল প্রদান। সবশেষে সাংস্কৃতিক পরিবেশনা ও নাটক।
উৎসবের ১২তম দিন ২০ অক্টোবর সোমবার বিকেল ৩টায় উপস্থিত দর্শকদের অংশগ্রহণে সেমিনার (বিষয়: কেমন চাঁদপুর চাই)। মুক্ত বৈঠক ও প্রতিদিনের প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিদের মেডেল প্রদান। সবশেষে সাংস্কৃতিক পরিবেশনা ও নাটক।
উৎসবের ১৩তম দিন ২১ অক্টোবর সোমবার বিকেল ৩টায় উপস্থিত দর্শকদের অংশগ্রহণে সেমিনার (বিষয়: কেমন চাঁদপুর চাই)। মুক্ত বৈঠক ও প্রতিদিনের প্রতিযোগিতায় অংশনেওয়া প্রতিযোগিদের মেডেল প্রদান। সবশেষে সাংস্কৃতিক পরিবেশনা ও নাটক।
উৎসবের সমাপনী দিন ২২ ও ২৩অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার) গ্র্যান্ড প্রাইজ গিভিং ও উৎসব সমাপনী অনুষ্ঠান এবং আলোচনা সভা। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, আমন্ত্রিত কেন্দ্রীয় অতিথি ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক)। সবশেষে জাসাসের কনসার্ট।
স্টাফ রিপোর্টার/ ২৬ সেপ্টেম্বর ২০২৫