সরিষাবাড়ী সংবাদাতা : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে৩ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ পুরাতন হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। শহীদ বুদ্ধি জীবি দিবস ও মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে আয়োজিত পূর্ব প্রস্তুতি সভায় অতিথিবৃন্ধের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু,উপজেলা কৃষি অফিসার অনূপ সিংহ, প্রাণি সম্পদ অফিসার হাবিবুর রহমান,কৃষি অফিসার আব্দুল্লাহ, শিক্ষা অফিসার মোজাম্মেল হক,যুব অফিসার মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম,ওসি চাঁদ মিয়া সহ সকল দপ্তরের অফিসারবৃন্ধ এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়াও সকল ইউপি পরিষদ সচীববৃন্দ, সুধি মন্ডলী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।