‘আয়ে মেরি জোহরা জাবিন…’, যশ চোপড়ার ‘ওয়াক্ত’-এর এই গানে যাঁর ওপর দৃশ্যায়িত হয়েছিল রোমান্টিক মুহূর্তটি, তিনি অচলা সচদেব। শুধু ‘ওয়াক্ত’ নয়, তিনি ছিলেন ‘কাভি খুশি কাভি গম’-এ শাহরুখ খান ও হৃতিক রোশনের দাদি, আবার ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-এ কাজলের দাদিও হয়েছিলেন তিনি। ১৩০টির বেশি সিনেমায় আলোচিত চরিত্র করার পরও শেষ জীবনটা নিঃসঙ্গ কেটেছে অভিনেত্রীর। মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে দেখা যায়নি কোনো বলিউড তারকাকেও।
ক্যারিয়ারের শুরু
১৯২০ সালের ৩ মে, পেশোয়ারে জন্ম নেন অচলা সচদেব। মাত্র ছয় বছর বয়সে বাবাকে হারান। মা একাই বড় করেন তিন মেয়েকে। ছোটবেলা থেকেই অচলার প্রতিজ্ঞা ছিল, নিজের পায়ে দাঁড়ানো ছাড়া বিয়ে নয়। সেই প্রতিজ্ঞা রেখেছিলেন তিনি। কর্মজীবনের শুরু অল ইন্ডিয়া রেডিও, লাহোরে। দেশভাগের পর চলে আসেন দিল্লি। সেখানেও রেডিও নাটকে নিয়মিত অংশ নিতেন।