১২ জুলাইয়ের মধ্যে সম্মেলন করতে না পারলে কমিটি ভেঙে দেওয়ার হুঁশিয়ারি

১২ জুলাইয়ের মধ্যে সম্মেলন করতে না পারলে কমিটি ভেঙে দেওয়ার হুঁশিয়ারি

ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিটের কমিটি গঠন করে ১২ জুলাইয়ের মধ্যে জেলা কমিটি এবং জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে মহানগর বিএনপির সম্মেলন করতে না পারলে বর্তমান কমিটি ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

বিএনপির দলীয় প্যাডে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠি জেলা ও মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবকে পাঠানো হয়েছে। রুহুল কবির রিজভী ২ জুন ওই চিঠিতে স্বাক্ষর করলেও ফরিদপুরের নেতারা গতকাল সোমবার সেটি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন। আজ মঙ্গলবার ফরিদপুর মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

Explore More Districts