চাঁদপুরে টিসিবির পণ্য বিতরণের সময় রোদে দাঁড়িয়ে নারী-পুরুষের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি থেকে রক্ষা পেতে মানবিক উদ্যোগ নিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তার নির্দেশে শহরের ১২ নং ওয়ার্ডে টিসিবির কার্ডধারীদের জন্য বসার চেয়ার, ছাউনি এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়।
২২ অক্টোবর শনিবার সকাল থেকে এই সুবিধা পেয়ে খুশি হয়ে পড়েন টিসিবির ক্রেতারা। এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও পানি বিতরণ করেন চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ পলাশ।
তিনি কার্ডধারীদের সাথে কথা বলে পণ্য বিতরণের সঠিকতা ও পরিমাপ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্তদের তদারকি করেন।
এ সময় শরীফ উদ্দিন আহমেদ পলাশ বলেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা লাঘব করতে। টিসিবির কার্ডধারী প্রত্যেক মানুষ যেন ন্যায্যমূল্যে, সঠিক পরিমাপে এবং সম্মানের সাথে তাদের প্রাপ্য পণ্য পান এটাই আমাদের লক্ষ্য।
পণ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,১২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান,১২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক ঢালী, সাংগঠনিক সম্পাদক মোঃ অফিল মিজি, জেলা ছাত্রদল নেতা মোঃ সোহাগ বেপারী, পৌর যুবদল নেতা মুরাদ হোসেন, ১২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইউসুফ খলিফা, ১২ নং ওয়ার্ড বিএনপির ৩ নং মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহসিন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে রোদে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, এখন চেয়ার ও ছাউনি থাকায় কিছুটা স্বস্তি পাচ্ছেন তারা।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/
২২ অক্টোবর ২০২৫