২১ September ২০২৫ Sunday ৪:৫৫:১০ PM | ![]() ![]() ![]() ![]() |
কাঁঠালিয়া ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়ায় নাজরানা বিভাগে পড়ার মাত্র ১১ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন শিহাব মাহমুদ নামে ৯ বছরের এক শিশু। তিনি দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার স্টাফ রিপোর্টার মো.শহীদুল ইসলাম ও শিক্ষিকা মাহমুদা আক্তারের ছেলে। দ্রুত সময়ে ৩০ পাড়া কোরআন হিফজ করায় আনন্দিত তার পরিবার, শিক্ষক ও স্থানীয়রা।
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা সদরের কায়েদাবাদ হাফিজুর রহমান তাহফিজুল কুরআন মাদ্রাসায় পাগড়ি প্রদান অনুষ্ঠানে তাকে পাগড়ি পড়ানো হয়। ওই অনুষ্ঠানে শিহাবসহ আরো আটজনকে পাগড়ি পড়ানো হয়।
মা মাহমুদা আক্তারের পেশাগত কারণে কাঁঠালিয়ায় বসবাস করেন। তাদের স্থায়ী ঠিকানা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বৌলপুর গ্রামে।
সেই সুবাদে শিহাব মাহমুদ কাঁঠালিয়া সদরের কায়েদাবাদ হাফিজুর রহমান তাহফিজুল কুরআন মাদ্রাসায় পড়াশুনা করছে। শিহাব ২০১৬ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন।
শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিহাবের বাবা সাংবাদিক শহীদুল ইসলাম বলেন, সন্তান আমাদের স্বপ্ন পূরণ করেছে।
মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে স্কুল শিক্ষিকা মা মাহমুদা আক্তার বলেন, আমরা খুবই আনন্দিত।
হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ আবদুল কাদের বলেন, আশা করছি, শিহাব কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশ-বিদেশে মাদ্রাসার সুনাম বয়ে আনবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |