চট্টগ্রামের মীরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় ১১ জনের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল ২৯ জুলাই (শুক্রবার) রাতে নগরের রেলওয়ে থানা প্রাঙ্গণে মরদেহ হস্তান্তর করে রেলওয়ে পুলিশ।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ সুপার হাছান চৌধুরী ।
নিহত ১১ জন হলেন_ হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকার ‘আর অ্যান্ড জে’ নামে একটি কোচিং সেন্টারের ৪ শিক্ষক, ছাত্র ও মাইক্রোবাসচালক।
গতকাল শুক্রবার দুপুর ১ টার পর বড়তাকিয়া রেলস্টেশনের কাছে খৈয়াছড়া ঝরনা এলাকায় মীরসরাইয়ে রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন তাদের অবস্থাও আশঙ্কাজনক।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, ট্রেনটি বড়তাকিয়া স্টেশন পার হওয়ার সময় লেবেল ক্রসিংয়ের বাঁশ ঠেলে রেললাইনে উঠে যায় মাইক্রোবাস। এতে দুর্ঘটনা ঘটে।