১১৫ জনকে ৫৬ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড

১১৫ জনকে ৫৬ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার
চলমান লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় জেলার বিভিন্ন উপজেলায় ১১৫ জনকে ৫৬ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। লকডাউনের সপ্তম দিনে বৃহস্পতিবার জেলার ১১টি উপজেলায় ১৬ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে আরোপিত বিধিনিষেধেরর প্রেক্ষিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের জনচলাচল ও নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে ১০৭ টি মামলায় ১১৫ জনকে ৫৬ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের সাথে সামরিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও মাস্ক বিতরণ, স্বাস্থ্যবিধি প্রতিপালন করার নির্দেশনা ও জনসচেতনতামূলক দিকনির্দেশনাও প্রদান করা হয়। জনস্বার্থে অভিযান কঠোর করা হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটি শেষে ২৩ জুলাই ভোর থেকে সারাদেশে ফের কঠোর লকডাউন শুরু হয়েছে। এই কঠোর লকডাউন বলবৎ থাকবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। করোনা সংক্রমণের উল্লম্ফন ঠেকাতে দুই সপ্তাহের এই কঠোর লকডাউন বাস্তবায়নে সরকার এবার ‘কঠোর’ অবস্থানে থাকবে। পুলিশ ও বিজিবি সদস্যদের পাশাপাশি মাঠে নেমেছে সেনাবাহিনী। এবারের কঠোর লকডাউনে সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে কলকারখানা ও রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প। গতবারের মতোই বন্ধ রয়েছে সব ধরণের গণপরিবহন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গুণতে হবে জরিমানা, যেতে হতে পারে জেলে।

Explore More Districts