হোসেনপুরে জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জামাল উদ্দিনের বাড়িতে গরুচুরি | KishoreganjBarta

হোসেনপুরে জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জামাল উদ্দিনের বাড়িতে গরুচুরি | KishoreganjBarta



স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বীরপাইকশাহ্ গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো: জামাল উদ্দিনের বাড়িতে গোয়াল ঘরের তালার শিকল ভেঙ্গে দুদর্ষ চুরি সংগঠিত হয়েছে। গত বৃহ:বার  (০১ ডিসেম্বর) দিবাগত রাত্র আনুমানিক সময় ১-২ ঘটিকার সময় এ চুরি সংগঠিত হয়।
পারিবারিকসূত্রে জানাযায়, বীরমুক্তিযোদ্ধা মো: জামাল উদ্দিন (মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার) এর বাড়িতে   গত বৃহ:বার (১ ডিসেম্ভর) রাত আনুমানিক ১-২ ঘটিকার মধ্যে ঘোয়ালঘর থেকে ন্যাড়া ধলা রং এর দেশী দুধাল গাভী, উচ্চতা অনুমান ৩.৫ ফুট, শিং লম্বা অনুমান ৫ ইঞ্চি, স্বাস্থ্য মোটামোটি ভাল, যার আনুমানিক মূল্য ৮০,০০০ (আশি হাজার টাকা), উক্ত গাভীর  সিংদি লাল রঙ্গের বকনা বাছুর যার আনুমানিক মূল্য ৩০,০০০/= (ত্রিশ হাজার টাকা), কাজলা রঙ্গের একটি ষাড় গরু, উচ্চতা আনুমানিক ৪ ফুট, শিং লম্বা অনুমান ২.৫ ইঞ্চি, স্বাস্থ্য ভালো, যার আনুমানিক মূল্য ৭৫,০০০/= (পঁচাত্তর হাজার টাকা), ২ ফুট উচ্চতা সমপন্ন খয়েরি রং এর ৩ ইঞ্চি মাথার শিং সমৃদ্ধ খাসি যাহার আনুমানিক মূল্য ২৫, ০০০/= ( পঁচিশ হাজার টাকা ) আনুমানিক সমমূল্যের গবাদিপশু পশু চুরি হয়েছে।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডারের স্ত্রী রিমা খাতুন জানান, আমাদের খাসি,গরুবাছুর গুলো চুরি হয়েছে।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ জামাল উদ্দিন জানান, আমার বাড়িতে চুরি সংগঠিত হয়েছে। দেশের জন্য যুদ্ধ করেছি। রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছি। মানুষের জীবন রক্ষার্থে জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। আজ আমার বাড়িতে চুরি সংগঠিত হয়েছে। আমার ক্ষতি সাধিত হয়েছে। আমার চুরিকৃত খাসি ও গরু গুলো উদ্ধারের ব্যাপারে স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ সহযোগীতা কামনা করি।
এ বিষয়ে হোসেপুর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। হোসেনপুর থানার অভিযোগ নং-৬০২৭। অভিযোগটি দাখিল করা হয়েছে ৫/১২/২০২২ ইং তারিখে।

কিশোরগঞ্জ বার্তা/ এস এম রিফাত







Explore More Districts