বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ডিজিটাল মাধ্যমে দৈনন্দিন যোগাযোগের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া অ্যাপটি নিয়মিতই হাজির হয় তাঁদের নতুন নতুন আপডেট নিয়ে। নতুন আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যুক্ত হয় নিত্যনতুন সব ফিচার। আপডেটের উদ্দেশ্য একটিই, অ্যাপটিকে আরও বেশি ব্যবহারকারী-বান্ধব করে তোলা। এই লক্ষ্যেই হোয়াটসঅ্যাপ এবার নিয়ে আসতে যাচ্ছে ‘থ্রেডেড মেসেজ রিপ্লাই’ বা ম্যাসেজ রিপ্লাই থ্রেডস ফিচারটি।
হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক অ্যান্ড্রয়েড বেটা আপডেটে (ভার্সন ২.২৫.৭.৭) ‘থ্রেডেড মেসেজ রিপ্লাই’ ফিচারটির উপস্থিতি শনাক্ত করেছে হোয়াটসঅ্যাপ আপডেট সম্পর্কিত খবরের বিশ্বস্ত সূত্র ডব্লিউএবেটাইনফো (হোয়াটসঅ্যাপ বেটা ইনফো)। কোন সুবিধা থাকছে নতুন এই ফিচারটিতে?
‘থ্রেডেড মেসেজ রিপ্লাই’ বা ম্যাসেজ রিপ্লাই থ্রেডস ফিচারের সুবিধা
বর্তমানে হোয়াটসঅ্যাপে একটি নির্দিষ্ট মেসেজের একাধিক রিপ্লাই এলে মেসেজের রিপ্লাইগুলো অগোছালো থাকে। অর্থাৎ, রিপ্লাইগুলো এক জায়গায় গোছানো থাকে না যেমনটা মেটার আরেক প্ল্যাটফর্ম ফেসবুকে দেখা যায়। ফলে হোয়াটসঅ্যাপে একই মেসেজের সবগুলো রিপ্লাই দেখতে হলে অ্যাপটির ইন্টারফেসে বার বার স্ক্রল আপ ও স্ক্রল ডাউন করতে হয়। বিষয়টি নিঃসন্দেহে বিরক্তিকর, এবং রিপ্লাইয়ের সংখ্যা অনেক বেশি হলে কাজটি চ্যালেঞ্জিংও বটে।
হোয়াটসঅ্যাপ এই সমস্যাটির সমাধানে ম্যাসেজ রিপ্লাই থ্রেডস ফিচারটি নিয়ে কাজ করছে। এই ফিচারটির কল্যাণে নির্দিষ্ট একটি মেসেজের সকল রিপ্লাই একটি থ্রেডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ফলে সহজেই নির্দিষ্ট মেসেজের সব রিপ্লাই একটি জায়গায় পেয়ে যাবেন ব্যবহারকারীরা। অর্থাৎ, এবার থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রিপ্লাইগুলোকে স্ক্রল ডাউন করে বিভিন্ন মেসেজের মধ্য থেকে আর খুঁজে বের করতে হবে না, একটি থ্রেডেই সবগুলো রিপ্লাই দেখা যাবে।
মূল মেসেজ থেকেই শুরু হবে থ্রেড এবং রিপ্লাইগুলো মূল মেসেজের নিচে এক এক করে পোস্ট হতে থাকবে। তবে রিপ্লাই ছাড়া ব্যবহারকারীদের অন্য মেসেজসমূহ সাধারণভাবে পোস্ট হতে থাকবে, যেমনটা এখন হয়ে থাকে। অর্থাৎ, রিপ্লাই ব্যতীত অন্য মেসেজগুলো থ্রেডের বাইরে পোস্ট হবে। উল্লেখ্য, একটি মেসেজের রিপ্লাই যত দেরিতেই পোস্ট করা হোক না কেন, রিপ্লাইটি কেবলমাত্র নির্দিষ্ট মেসেজের থ্রেডেই দেখা যাবে।
মেসেজ থ্রেডস ফিচারটিকে ব্যক্তিগত কনভারসেশন, গ্রুপ চ্যাট, কমিউনিটিস ও চ্যানেলেও নিয়ে আসতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। অবশ্য চ্যানেলে এখনও মেসেজের রিপ্লাই করার সুযোগ নিয়ে আসেনি হোয়াটসঅ্যাপ, ফিচারটি বর্তমানে প্রক্রিয়াধীন আছে।
নতুন এই মেসেজ থ্রেডস ফিচারটি আপাতত বেটা ভার্সনে নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। ফিচারটি সকল ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তাঁরা। প্রস্তুতি সম্পন্ন হলে নতুন কোনো আপডেটেড ভার্সনে সকল ব্যবহারকারীর জন্য ফিচারটি রিলিজ করবে জনপ্রিয় এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপটি।


বেটা ভার্সন থেকে মেসেজ থ্রেডস ফিচারটির একটি প্রিভিউ স্ক্রিনশট সম্প্রতি (১৩ মার্চ) প্রকাশ করেছে ডব্লিউএবেটাইনফো (হোয়াটসঅ্যাপ বেটা ইনফো)। প্রকাশিত স্ক্রিনশট থেকে ফিচারটি দেখতে কেমন হবে তার একটি ধারণা পাওয়া যায়। এতে দেখা যায়, একটি গ্রুপ চ্যাটে (গ্রুপের আলোচনায়) একাধিক ব্যবহারকারী নির্দিষ্ট একটি মেসেজে রিপ্লাই করেছে এবং রিপ্লাইগুলো সব থ্রেড আকারে একের পর এক পোস্ট হয়েছে। ব্যবহারকারীরা মূল মেসেজটিতে ট্যাপ করলেই এর নিচে সব রিপ্লাইগুলো একটি থ্রেডের মধ্যে দেখতে পাবেন। অর্থাৎ, রিপ্লাইগুলো সব শৃঙ্খলাবদ্ধ অবস্থায় একটি চেনের মধ্যে দেখা যাবে।
‘থ্রেডেড মেসেজ রিপ্লাই’ ফিচারটি কবে নাগাদ সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে তা অবশ্য এখনও জানায়নি হোয়াটসঅ্যাপ। তবে অনুমান করা যায়, ফিচারটি অচিরেই ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছেন হোয়াটসঅ্যাপের ৩০০ কোটি ব্যবহারকারী। ব্যবহারকারীদের বহুল-আকাঙ্ক্ষিত নতুন এই ফিচারটি হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতায় বড় ধরণের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে বলেই আশা করা যাচ্ছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ, এনগেজেট