হোয়াটসঅ্যাপের এই ৭ সুবিধা সম্পর্কে জানেন তো

হোয়াটসঅ্যাপের এই ৭ সুবিধা সম্পর্কে জানেন তো

১. কাস্টম নোটিফিকেশন

কাস্টম নোটিফিকেশন সুবিধা কাজে লাগিয়ে সহজেই নির্দিষ্ট কোনো কনটাক্টের জন্য আলাদা রিংটোন বা নোটিফিকেশন টোন নির্ধারণ করা যায়। ফলে ফোন হাতে না নিয়েই সহজে বোঝা যাবে, কে বার্তা পাঠিয়েছে। সুবিধাটি ব্যবহারের জন্য নির্দিষ্ট ব্যক্তির চ্যাটে প্রবেশ করে ওপরে থাকা ইউজারনেম অপশনে ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় থাকা নোটিফিকেশন অপশনে ট্যাপ করে প্রয়োজনীয় সেটিংস পরিবর্তন করতে হবে।

২. নিজেকে বার্তা পাঠানো

হোয়াটসঅ্যাপে নিজের নম্বরেও বার্তা পাঠানো যায়। ফলে নোট, লিংক, বিশেষ কোনো বার্তা বা ভয়েস মেমো সরাসরি নিজের চ্যাটেই সংরক্ষণ করা সম্ভব। এই সুবিধার মাধ্যমে মূলত হোয়াটসঅ্যাপকে ব্যক্তিগত নোটপ্যাড হিসেবে ব্যবহার করা যায়। হোয়াটসঅ্যাপের সার্চ বক্সে গিয়ে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর টাইপ করে সহজেই বার্তা পাঠানো যাবে।

Explore More Districts