হেলিকপ্টারে শ্বশুরবাড়ি গেলেন নববধূ মিম

হেলিকপ্টারে শ্বশুরবাড়ি গেলেন নববধূ মিম

হেলিকপ্টারে শ্বশুরবাড়ি গেলেন নববধূ মিম

হেলিকপ্টারে চেপে শ্বশুরবাড়ি গেলেন দেশের জনপ্রিয় তারকা ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

গত মঙ্গলবার সাত পাক ঘোরার তিনদিন পর শুক্রবার এভাবেই কুমিল্লার শ্বশুরবাড়ি যান মিম। সেখানে আয়োজিত হয় বিবাহ পরবর্তী অনুষ্ঠান।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কুমিল্লা শহরের ঈদগাহে অবতরণ করেন তাকে বহনকারী হেলিকপ্টার। সেখান থেকে গাড়ি নিয়ে শহরের বাড়িতে পৌঁছান।

হেলিকপ্টারের সামনে মা-বাবার সঙ্গে মিম, ডানে ইনসেটে মিমের একার ছবি

মিম জানান, শ্বশুরবাড়িতে হেলিকপ্টার যাত্রায় তার সঙ্গী ছিলেন বাবা অধ্যাপক বীরেন্দ্রনাথ সাহা, মা ছবি সাহা, ছোট বোন প্রজ্ঞা সিনহা, মামা, মামাত বোন এবং চিত্রগ্রাহক।

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর গত মঙ্গলবার সনি পোদ্দারের সঙ্গে বিয়ে করেন মিম। সনি পোদ্দার পেশায় ব্যাংকার। তার জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায়। রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। কয়েকটি ব্যাংকে চাকরি শেষে বর্তমানে সিটি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে যোগ দেন।

ডি- এইচএ

Explore More Districts