হেরেও ভারতের ওপরে বাংলাদেশ

হেরেও ভারতের ওপরে বাংলাদেশ

রাকিব হোসেন প্রথমার্ধে পাওয়া একাধিক সুযোগ নষ্ট না করলে কী হতো?

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে বক্সে ফাউল করা হলেও কেন পেনাল্টির বাঁশি বাজানো হলো না?

ম্যাচের শেষ মুহূর্তে তারিক কাজী হেড সিঙ্গাপুরের গোলকিপার ঠেকিয়ে না দিলে কী হতো?

এখন আর এসব প্রশ্ন করে লাভ নেই। যে ম্যাচ নিয়ে এত উন্মাদনা, বাংলাদেশ সেই ম্যাচ হেরে গেছে ২-১ ব্যবধানে

তবে সিঙ্গাপুরের কাছে এই হারের পরও ভারতের ওপরেই আছে বাংলাদেশ। ভারত যে হংকংয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে।

Explore More Districts