হৃদি শেখকে কতটা জানেন?

হৃদি শেখকে কতটা জানেন?

কাজে দিল ডিজিটাল প্ল্যাটফর্ম

ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামসহ নানা ডিজিটাল প্ল্যাটফর্মেই সরব হৃদি শেখ। ২০০৭ সাল থেকে ইউটিউবে সক্রিয় তিনি। ইউটিউবে তাঁর চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১১ লাখের বেশি। ফেসবুকে প্রায় ৭ লাখ, ইনস্টাগ্রামে প্রায় ৫ লাখ ফলোয়ার রয়েছেন। কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত তিনি।

নৃত্যশিল্পী হিসেবে নিজেকে মেলে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যম কতটা ভূমিকা রেখেছে? হৃদি বলেন, ‘ইউটিউব আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চ্যানেলটা খুলেছিল আমার মা, আমার স্টেজের পরিবেশনাগুলো আপলোড করা হতো। অনেক সাড়া পড়েছিল।’

তিনি বলেন, ‘সময়ের পরিবর্তন ঘটছে, প্রজন্মও বদলাচ্ছে। নৃত্যশিল্পীকে আগে টিভি চ্যানেলে যেতে হতো, স্টেজ খুঁজতে হতো। এখন নিজেই কনটেন্ট বাসায় রেডি করে আপলোড করতে পারব। কেউ ট্যালেন্টেড (মেধাবী) হলে ফেমাস (পরিচিত) হতে পারবে। এটাই সামাজিক যোগাযোগমাধ্যমের জাদু। ড্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটর—দুই মাধ্যমেই কাজ চালিয়ে যাব।’

Explore More Districts