নিজস্ব প্রতিবেদক॥ প্রাইভেট পড়ে মেসে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে রাকিবুল হাসান (২১) নামে যশোর সরকারি এমএম কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে শহরের কারবালা মিলন মেসের সামনে এঘটনা ঘটে। রাকিবুল নড়াইল জেলার কালনা এলাকার আনিছুর রহমানের ছেলে ও সরকারি এমএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
মেস ম্যানেজার রাজু আহম্মেদ জানান, বুধবার সকালে রাকিবুল হাসান প্রাইভেট পড়তে মেস থেকে বের হয়। পরে বেলা ১১টার দিকে মেসে গেটের মুখে পৌছালে সে পড়ে যায়। পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনলে ডা. আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।
ডা. আব্দুর রহমান জানান, রাকিবুল হাসান হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে গেলে রুমমেটরা হাসপাতালে আনার পথে মারা যান।