হিলিতে নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রচারণায় উপলক্ষে গণস্বাক্ষার ও লিফলেট বিতরণ – দিনাজপুর নিউজ

হিলিতে নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রচারণায় উপলক্ষে গণস্বাক্ষার ও লিফলেট বিতরণ – দিনাজপুর নিউজ


হিলিতে নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রচারণায় উপলক্ষে গণস্বাক্ষার ও লিফলেট বিতরণ – দিনাজপুর নিউজ




দিনাজপুর সংবাদাতাঃ “সচেতন থাকি,ঝুঁকি ও এইচ আইভি থেকে বাঁচি,যত্রতত্র ব্যবহৃত সুঁই সিরিঞ্জ না ফেলি,ঝুঁকিমুক্ত থাকি”এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রচারণার উদ্বোধন উপলক্ষে গণস্বাক্ষার ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় হাকিমপুর আসক্ত পূনর্বাসন সংস্থা (আপস) এর আয়োজনে পৌর শহরের চুড়িপট্টি মোড়ে ফিতা কেটে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে হাকিমপুর পৌর কাউন্সিলার শামীম আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, আসক্ত পূনর্বাসন সংস্থা (আপস) এর ম্যানেজার রবিউল ইসলাম,সাংবাদিক হালীম আল রাজীসহ স্থানীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন ফেসন্টু ব্যানারে লেখা ছিল আমাদের অঙ্গীকার নেশামুক্ত পরিবার,জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন,নেশা ছেড়ে কলম ধরি মাদক মুক্ত সমাজ গড়ি।

উদ্বোধন শেষে পথচারী,দোকানীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শত শত নারী, পুরুষ ও ছাত্র-ছাত্রী গণস্বাক্ষার করেন।




Explore More Districts