লালন সিদ্দিকী পেশায় চিকিৎসক। বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে শরীয়তপুরের ডামুড্যায় দায়িত্ব পালন করছেন। চিকিৎসাসেবার পাশাপাশি দৌড়বিদ ও ট্রায়াথলেট হিসেবেও তাঁর পরিচিতি আছে। গত বছর থাইল্যান্ডে ‘আয়রনম্যান ৭০.৩ ’-এ অংশ নিয়ে সফল হয়েছেন। পর্বতারোহণে সাফল্য পেয়েছেন গত এপ্রিলে নেপালের ৬ হাজার ৪৬১ মিটার উঁচু মেরা পিক অভিযানের মাধ্যমে।
আরেক সদস্য সালাউদ্দীন আহামেদ পেশায় কম্পিউটার প্রকৌশলী। তিনিও গত বছর অক্টোবরে সফলভাবে মেরা পিক পর্বতে আরোহণ করেন। এ ছাড়া ২০২২ সালে ভারতের ৬ হাজার ১১৪ মিটার উঁচু ইউনাম পর্বতচূড়ায় ওঠেন তিনি।
এ অভিযানের লক্ষ্য সম্পর্কে লালন সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘দেশে সংক্রামক রোগের প্রকোপ কমে এসেছে। মৃত্যু বাড়ছে অসংক্রামক (ক্যানসার, হৃদ্রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ) রোগে। অথচ এ বিষয়ে সচেতন হলে, সঠিক জীবন যাপন করলে এসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস করা সম্ভব। আমরা এই অভিযানের মাধ্যমে অসংক্রামক রোগের বিষয়ে সচেতনতার বার্তা দিতে চাই।’