বিদ্যুৎ বিভ্রাটের কারণে বন্ধ আছে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর। পৃথিবীর ব্যস্ততম এই বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ফ্লাইটের শিডিউলে ঘটছে বিপত্তি। বাতিল হতে পারে এক হাজারেও বেশি ফ্লাইট। করতে হচ্ছে ফ্লাইটের গন্তব্য পরিবর্তন। সংশ্লিষ্টরা জানিয়েছে, এর প্রভাব পড়বে সারাবিশ্বের আকাশপথে।
পশ্চিম লন্ডনের হেইয়েসে অবস্থিত একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিদ্যুৎ বিভ্রাটে পড়ে হিথ্রো বিমানবন্দর। ওই উপকেন্দ্র থেকে হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। শুধু বিমানবন্দর নয় ওই এলাকায় চার হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ নেই। লন্ডনের ফায়ার ব্রিগেড থেকে জানানো হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটে।
উড়োজাহাজ চলাচল বিষয়ক ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ এর বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, কমপক্ষে ১ হাজার ৩৫১ ফ্লাইট আজ বাতিল হতে পারে।
নেদারল্যান্ডস থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দেশটি থেকে ৩০টি ফ্লাইট আজ হিথ্রো যাওয়ার কথা। এরইমধ্যে অর্ধেক ফ্লাইট বাতিল করা হয়েছে। হিথ্রোতে আজ ব্রিটিশ এয়ারওয়েজেরই ৩৪১টি ফ্লাইটের শিডিউল ছিল। এদিকে বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর।
বার্তা সংস্থা এএফপি জানায়, প্রতিবছর আট কোটিরও বেশি মানুষ হিথ্রো বিমানবন্দর ব্যবহার করে। প্রতিদিন ১ হাজার ৩০০ ফ্লাইট এ বিমানবন্দরে যাওয়া আসা করে।
বন্ধ ঘোষণার পর থেকেই বিভিন্ন ফ্লাইট গন্তব্য পরিবর্তন করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কানটাস এয়ারওয়েজের নিজেদের ফ্লাইট পার্থ থেকে প্যারিসে পাঠিয়েছে। ইউনাইটেড এয়ারলাইনসের নিউ ইয়র্ক থেকে যাওয়া ফ্লাইট আয়ারল্যান্ডের শ্যাননে অবতরণ করেছে। এ ফ্লাইটগুলোর গন্তব্য হিথ্রো বিমানবন্দর ছিল। বন্ধ হওয়ার ঘোষণা শুনে যুক্তরাষ্ট্র থেকে যাওয়া কিছু ফ্লাইট মাঝপথে ফিরে গেছে।
ফ্লাইটরাডার২৪ এর মুখপাত্র ইয়ান পেশেনিক বলেন, ‘হিথ্রো হচ্ছে বিশ্বের অন্যতম একটি বড় হাব। এই বিপর্যয়ের প্রভাব সারাবিশ্বের আকাশপথের ওপর পড়বে।’