মোঃ আলহাজঃ বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় মাছ ধরা নৌকা ডুবে এক জেলে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় একজন আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।সোমবার (২১এপ্রিল)গভীর রাতে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের পুরাতন হিজলা লঞ্চ টার্মিনালের উত্তরে লালবয়া নামক মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলে ওই ইউনিয়নের বাউশিয়া গ্রামের শহিদ হাওলাদারের ছেলে রিহাব(১৭)। এ ছাড়া আহত হয়েছেন নৌকায় থাকা একই এলাকার মোঃ মাসুদ রাঁড়ী(২৮) নামের একজন। সকাল ৯ টা থেকে নিখোঁজের উদ্ধারকাজে নেমেছে উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরিদল। স্থানীয়দের বরাত দিয়ে হিজলা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সাব- অফিসার মোঃ আওলাদ হোসেন জানান, রাতে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যায় জেলে রিহাব ও মাসুদ রাঁড়ী। তারা নদীতে জাল ফেলে নৌকা নোঙর করে ঘুমিয়ে ছিলেন।রাত আনুমানিক ৩ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি অজ্ঞাত পরিচয় লঞ্চের ধাক্কায় নৌকাসহ ডুবে যায় তারা। মাসুদ সাতারকেটে কুলে আসতে পারলেও নিখোঁজ রয়েছেন রিহাব। তিনি আরও জানান,বৈঠার সঙ্গে বাধা নৌকাটি জোয়ারের পানিতে তলিয়ে রাতের যে কোন সময় নদীর মধ্যে চলে আসে। এ সময় বরিশালগামী লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায় বলে দাবি করেছেন স্থানীয়রা।নদী থেকে ভাঙ্গা নৌকাসহ লগী, বৈঠা,পাতিল উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ জেলে রিহাবকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও তিনি জানান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আগৈলঝাড়ায় র্যাবের উপর হামলা ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
১৫ দিনের মধ্যে আ.লীগকে নিষিদ্ধের দাবি এনসিপির
মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী, দিনেও থাকতে হচ্ছে মশারির মধ্যে
বরিশালে পূর্ব শ*ত্রু*তার জেরে ছেলেকে না পেয়ে বৃদ্ধ বাবাকে কু*পি*য়ে জ*খ*ম